Basics of Management Free Course by 10 Minutes School

Posted on

Basics of Management Free Course

ব্যবসা পরিচালনা, লেখাপড়া অথবা চাকরি, ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য Basics of Managment জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা ভার্সিটির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. সুতপা ভট্টাচার্যের অভিজ্ঞতার আলোকে ম্যানেজমেন্ট -এর বেসিক টপিকগুলো বাস্তব উদাহরণসহ শিখতে এখনই এনরোল করুন এই ফ্রি কোর্সটিতে

কোর্সটি তৈরি হয়েছে, ১৫ টি ভিডিও ক্লাস নিয়ে যা কমপ্লিট করতে আপনার টোটাল সময় লাগবে ২ ঘণ্টা। এবং কোর্সটি শেষ করার পর আপনি একটি সার্টিফিকেট পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি আপনার সিভি টি অধিকতর গুরুত্ত্বপূর্ন করে নিতে পারবেন অন্যদের তুলনায়। 

Basics of Management কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা 

Basics of Management কোর্স টি করে আপনার কি উপকার হবে। কোর্স টি আপনি কেন করবেন। তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল নিচে। 

Basics of Management কোর্সটি যারদের জন্য বেস্ট 

  • বিশ্ববিদ্যালয়ে যাদের ম্যানেজমেন্ট বিষয়ক কোনো না কোনো কোর্স বিদ্যমান তার সাথে যারা এই ব্যপারে দূরদর্শী শিক্ষকের সাহায্য চান।
  • Management -এর তত্ত্বগত পড়াশোনাকে যারা নানারকম বাস্তব উদাহরণের মাধ্যমে উপভোগ্য উপায়ে শিখতে চান।
  • যারা নতুন ব্যবসা দাঁড় করাচ্ছেন অথবা জবের স্বার্থে প্রথমবারের মতো কোনো Managerial দায়িত্ব পালন করবেন, অথচ এই ব্যপারে প্রাতিষ্ঠানিক পড়াশোনা না থাকায় আত্মবিশ্বাসের কমতি তে ভুগছেন।

কোর্সটি করে যা শিখতে পারবেন 

  • Management বিষয়ের বেসিক ও জরুরি সব টপিক
  • Managerial Functions, Planning, Decision-Making- এর বিস্তারিত
  • ব্যবসার টার্গেট নির্ধারণ এবং Effective Plans তৈরির উপায়
  • ম্যানেজারদের দরকারী নানারকম দক্ষতা এবং সেগুলো অর্জনের উপায়
  • বিভিন্ন Managerial সমস্যা সমাধান ও নির্ভুল ডিসিশন গ্রহণের কৌশল
Ream More  Pronunciation Mistakes Learning Course By 10 Min School

Basics of Management কোর্স সম্পর্কে বিস্তারিত

ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের জন্য Basic Management বিষয়টি বেশ ভালো করে জানা ও বোঝা চাই কারণ যে কোনো বিজনেসের উন্নয়ন নির্ভর করে সেই ব্যবসা কীভাবে পরিচালনা করা হচ্ছে তার ওপর। স্কুল-কলেজে ম্যানেজমেন্ট বিষয়টি নিয়েও একদম প্রাথমিক ধারণা দেওয়া হলেও ভার্সিটির ব্যবসায়ের সাথে মিল আছে এমন বিভাগগুলোতে Management নিয়ে বেশ অনেকগুলো কোর্স করতে হয়।

অন্যদিকে, লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, কর্মজীবনে কোনো না কোনো অবস্থায় সবাইকেই কতিপয় কয়েকটি Managerial দায়িত্ব পালন করার জন্য হয়। এসব কারণে Basic Business Management সম্পর্কে জানা খুবই প্রয়োজন। তাত্ত্বিক লেখাপড়া হওয়ায় অনেকের কাছেই ম্যানেজমেন্ট বিষয়টিকে বোরিং মনে হয়, আর তখনই অনেকের হয়ে যায় পড়াশোনা না করেই কাজে নেমে যাওয়া বা পরীক্ষায় অংশগ্রহণ করার প্রবণতা। Management-এর মতো ইম্পোর্টেন্ট একটি বিষয়ে শিক্ষার্থীদেরকে ইচ্ছুক করে তুলতে এইজন্য টেন মিনিট স্কুলের Basic of Management কোর্স

এই কোর্সটিতে বাস্তব জীবনের নানারকম নমুনা প্রয়োগ করে ম্যানেজমেন্ট বিষয়টিকে স্টুডেন্টদের জন্য আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়েছে। কোর্সটিতে ওস্তাদ হিসেবে আছেন আচ্ছাদন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিচক্ষণ টিচার ড. সুতপা ভট্টাচার্য। তাই পড়াশোনা বা জবের স্বার্থে বাংলায় সোজা উপায়ে অভিজ্ঞ টিচারের সহায়তায় Introduction to Management, Managerial Functions, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, পরিকল্পনা পদ্ধতি, Business Goals সিলেক্ট করা সহ প্রয়োজনীয় সকল টপিক শিখতে আজই এনরোল করুন ‘Basics of Management’ কোর্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *