Academic English Grammar Free Course by 10Minschool

Posted on

English Grammar Free Course By Fatima Farhana Prova

যেকোনো বিল্ডিং তৈরির সময় যার ফাউন্ডেশন যত বেশি মজুবুত হবে বিল্ডিং ও ঠিক তেমনই তত বেশি টেকসই হবে। ইংরেজির ক্ষেত্রেও বিষয় টা ঠিক তেমনি আপনি ইংরেজি গ্রামারে যত বেশি দক্ষ হবেন আমি ইংরেজি তত বেশি ভালো করে বুঝতে এবং শিখতে পারবেন। ইংরেজি গ্রামার এর কিছু ধাপ রয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনাকে প্রথমে ইংরেজি গ্রামার এর ফাউন্ডেশন গুলো শিখতে হবে যেমনঃ Parts of Speech, Tense, Voice ইত্যাদি। এই বিষয় গুলোকে বলা চলে ইংরেজি গ্রামার এর ফাউন্ডেশন এবং এই কয়েকটি বিষয় ক্লাস ৬ থেকে শুরু করে HSC পর্যন্ত যেমন কাজে দিবে ঠিক তেমন ইংরেজিয়ে সহজ ভাবে বুঝতে এবং শিখতে কাজে দিবে।

ghore boshe spoken english

ইংরেজি গ্রামারের ফাউন্ডেশনকে মজবুজ করতে 10minschool নিয়ে এসেছে Academic English Grammar Free Course যার মধ্যে Tense, Parts of Speech, Changing Sentences, Voice এবং আর বিভিন্ন বিষয় এর জন্য একটি সঠিক গাইডলাইন পেয়ে যাবেন সম্পূর্ন ফ্রি তে। তাই চলুন আর দেড়ি না করে 10 minute school free course এর Academic English Grammar Free Course টি সম্পর্কে সকল তথ্য জেনে নেই।

Academic English Grammar Free Course ইন্সট্রাক্টর পরিচিতি

Academic English Grammar কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে আছেন আমাদের সকলের পরিচিত মুখ Fatima Farhana Prova যিনি 10 minute school online course এর বিভিন্ন কোর্স করিয়ে থাকেন এবং Fatima Farhana Prova এর IELTS Score 8.5। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে উনার কাছ থেকে আমরা কতো টা ভালো ভাবে Academic English Grammar শিখতে পারবো।

Ream More  লেখক হওয়ার তাহেখড়ি কোর্স ১০ মিনিট স্কুল

Academic English Grammar কোর্সটি করে যা শিখবেন

এই কোর্সের মাধ্যেমে আপনি ক্লাস ৬ থেকে শুরু করে ইন্টারমেডিয়েট লেভেল পর্যন্ত যতো Academic English Grammar গুলো আছে তার সব কিছুই শিখে নিতে পারবেন। গ্রামারের রুলস গুলো আপনারা প্র্যাকটিস করার পাশাপাশি হাতে কলমে শিখতে পারবেন। Academic English এর প্রতিটি ইংরেজি গ্রামার টপিকের সবগুলো নিয়ম শিখে নিতে পারবেন। Tense, Parts of Speech, Changing Sentences, Voice এই সকল কঠিক গ্রামার গুলো নিমিষেই শিখে নিতে পারবেন।

Academic English Grammar কোর্স সম্পর্কে বিস্তারিত

অনেক ছোটো বয়সে যে ইংলিশ গ্রামার পড়া শুরু হয়, তার প্রয়োগ থেকে থাকে উচ্চশিক্ষায়, চাকরির এক্সামে কিংবা কর্মজীবনে। তবুও ১২ বছর ইংরেজি পড়ার পরও ইংরেজি বলায় বা গ্রামারে আমাদের ঘাটতি থাকে। গ্রামারের প্রতি শঙ্কা থাকায় অধিকাংশই স্কুল-কলেজের ইংরেজি এক্সামে ভালো রেজাল্ট করতে পারে না।

এর মুল কারণ হচ্ছে আমরা কেবল বেশ ভালো ফলাফল করার জন্যই গ্রামার পড়ে যাই, বাস্তব জীবনে গ্রামারের ব্যবহার করা হয় না। গ্রামারের কোন রুলস কোথায় ব্যবহার করতে হবে তা নিয়েও অনেকেই দ্বিধায় ভোগেন।

এ সকল প্রবলেম সমাধানে আপনার স্কুল ও কলেজ জীবনের ইংলিশ পাঠ ও গ্রামার শেখা করার জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ‘Academic English Grammar’ কোর্স। এই কোর্সটিতে আপনি বিনামূল্যে গ্রামার শেখার সাহায্যে সহজেই ইংলিশ ভাষা বুঝতে, লিখতে ও বলতে পারবেন।

Parts of Speech, Number, Gender, Article, Sentence, Tense, Right form of Verbs, Transformation, Voice, Narration, Modifiers, Connectors সহ একাডেমিক কাজে যত ইংলিশ গ্রামার চাই তা সব এই ‘Academic English Grammar’ কোর্সেই শিখতে পারবেন! তাহলে আর অপেক্ষা কীসের? দেরি না করে আজই এনরোল করে ফেলুন এই কোর্সটিতে তার সাথে হয়ে উঠুন ইংরেজি গ্রামারের বস!

Ream More  Training of Teachers Free Online Course By 10 MS

Academic English Grammar course Free Download

Academic English Grammar এই কোর্সটি আপনি ১০ মিনিট স্কুলে পেয়ে যাবেন সম্পূর্ন বিনামূল্যে এবং এই কোর্সে রয়েছে ১১৫ ভিডিও ক্লাস এবং এই কোর্সটি করতে আপনার সময় লাগবে সর্বমোট ৬ ঘণ্টা। শুধু তাই নয় এই কোর্সটি শেষে আপনি পেয়ে যাবে ১০ মিনিট স্কুল থেকে একটি অফিসিয়াল সার্টিফিকেট।

Related Tag:

spoken english munzereen shahid pdf
spoken english book pdf munzereen shahid
ghore boshe spoken english
10 minute school english grammar
munzereen shahid english course
munzereen shahid spoken english course free
10 minute school spoken english
munzereen shahid english course free download
10 minute school spoken english course free download
munzereen shahid spoken english book pdf free download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *