Pronunciation Mistakes Learning Course By 10 Min School

Posted on

Pronunciation Mistakes Learning Course By 10 Min School

ইংরজিতে কথা বলার সময় আমাদের মধ্যে অনেক সময় আত্মবিশ্বাসের অভাব দেখা যায় কারণ আমরা অনেকেই ইংরেজি সবদ্যার ভুল উচ্চারণ করে থাকি। ঠিক এই কারণেই ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ গুলো শিখা অনেক জরুরি। এই বিষয় গুলো আপনারা সম্পূর্ণ ফ্রি তে শিখে নিতে পারবেন ১০ মিনিট স্কুলের Pronunciation Mistakes কোর্স এর মাধ্যেম। এই কোর্সটি আপনরা সম্পূর্ণ ফ্রি তে করে নিতে পারবেন এর জন্য আপনাকে কোন প্রকার মেনেট করতে হবে না। এবং এই কোর্স টি তে আছেন স্বনামধন্য ৪ জন শিক্ষক। Ayman Sadiq, Munzereen shahid, সাকিব বিন রশিদ এবং মেহজাবিন আহমেদ।

Pronunciation Mistakes ফ্রি কোর্স থেকে যে বিষয় গুলো শিখতে পারবেন।

  • ৩৯ জোড়া ইংরেজি শব্দের সঠিক English Pronunciation যে বানান গুলো প্রায় এক।
  • এই সকল শব্দের ব্যবহার, বানান এবং উচ্চারণ।
  • ইংরেজিতে কথা বলার সময় এ সকল শব্দের সঠিক ব্যবহার।

Pronunciation Mistakes কোর্স সম্পর্কে বিস্তারিত

  • যারা ইংরেজিতে কথাবলার সময় আত্মবিশ্বাসহীনতায় ভোগেন
  • যারা ইংরেজিতে কথা বলতে পারেন তা সত্ত্বেও English Pronounciation নির্ভুল হয় না
  • সঠিক English Pronounciation এর অভাবে যারা ইংরেজিতে মনের ভাব পরিপূর্ণভাবে করতে পারছে না

নানারকম শব্দের সঠিক English Pronunciation না জানার কারণে অনেকেই ইংরেজিতে কথা বলতে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। ক্লিয়ারভাবে কথা বলতে পারলেও আপনার যদি ইংলিশ বলা বা English Pronunciation সুন্দর ও শুদ্ধ না হয়, তাহলে আপনি নিজেকে একজন চমৎকার কথক হিসেবে তৈরি করে তুলতে পারবেন না, কারণ, কথা বলার ক্ষেত্রে বলা বা pronunciation খুবই গুরুত্বপূর্ণ অবদান পালন করে। ইতি মধ্যে আপনারা জানেন যে Ayman Sadiq English Course এবং Munzereen shahid english course অনেক সারা ফেলেছে যেহেতু এই দুই জন মেন্টর এই কোর্সের মধ্যে আছে তাহলে অবশ্যই কোর্সটি খুব প্রফেশনাল হবে।

এমন পর্যাপ্ত ইংরেজি কিওয়ার্ড রয়েছে যেগুলো হয়ত আপনি মনের অজান্তেই অনেকদিন ধরে ভুলভাবে মুখ দিয়ে শব্দ করা করে আসছেন। কী সেই শব্দগুলো? আর কিরকম হবে সেগুলোর English Pronunciation? আপনার এসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য টেন মিনিট বিদ্যালয় নিয়ে আগত “Pronunciation Mistakes” কোর্সটি! এই কোর্সের সাহায্যে আপনি বিনামূল্যে বহুল চলমান কিছু ভ্রান্তি ইংলিশ বাচনভঙ্গি পরিবর্তন করতে শিখবেন। এর ভিতরে রয়েছে: Feast-Fist, Pool-Pole, President-Precedent, Loose-Lose সহ সর্বমোট ৩৯টি শব্দযুগলের বাচনভঙ্গি এবং অর্থ। একারণে ইংরেজি ওয়ার্ডের ঠিক Pronunciation করে মনের ভাব প্রকাশ করার জন্য চাইলে বিলম্ব না করে আজই এনরোল করে ফেলুন এই “Pronunciation Mistakes” কোর্সটিতে!

Pronunciation Mistakes Free Course Download

Pronunciation Mistakes এই কোর্স টি সাজানো হয়েছে ৩৯ টি ভিডিও ক্লাস নিয়ে এবং যা শেষ করতে আপনার সময় লাগবে ১ ঘণ্টার মতো। এবং এই কোর্সটী করতে আপনাকে কোন টাকা দিতে হবে না আপনি সম্পূর্ণ ফ্রি তে এই কোর্স টি ডাউনলোড করে নিতে পারেন অথবা সরাসরি ইনরোল করে নিতে পারবেন।

Related Tag

munzereen shahid spoken english book
spoken english munzereen shahid pdf
Ayman Sadiq English course download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *