Financial Accounting Free Course by 10 Minutes School

Posted on

Financial Accounting Free Course Bangla

ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান অথবা মানবিক, এর নানাবিধ ব্যবহার থাকায় প্রায় সকল বিভাগের শিক্ষার্থীদেরকেই বিশ্ববিদ্যালয়ে এসে হিসাববিজ্ঞান পড়তে হয়। Financial Accounting এর বেসিক তৈরি করে তুলতে ও ভার্সিটি জীবনের Accounting বিষয়ক কোর্সগুলোতে চমৎকার করতে আজই এনরোল করুন আমাদের এই ফ্রি Financial Accounting কোর্সটিতে। চলুন ছোট করে জেনে নেই আর্থিক হিসাববিজ্ঞান কাকে বলে এবং এর কাজ কি । 

আর্থিক অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ১টি নির্দিষ্ট শাখা যেখানে একটি কোম্পানির আর্থিক লেনদেনের রেকর্ড রাখা হয়। এবং এই লেনদেনগুলি সংক্ষিপ্ত করা হয় এবং ১টি আর্থিক প্রতিবেদন বা আর্থিক বিবরণী আকারে উপস্থাপন করা হয় এছাড়ও বিবৃতি আর্থিক বিবৃতি এছাড়াও একটি জানানো হয় আয়/ব্যয় বিবৃতি বা ব্যালেন্স শীট।

প্রতিটি সংগঠন দৈনিক আর্থিক বিবৃতি তৈরি করার ভিত্তি এই বিবৃতিগুলি বহিরাগত বিবৃতি হিসাবেও পরিচিত কারণ সেগুলি কোম্পানির বাইরের লোকেদের কাছে জারি করা হয় উদাহরণসরূপ স্টক তার সাথে শেয়ারহোল্ডারদের। যদি কোম্পানিটি তার স্টক সামনে ব্যবসা করে, আর্থিক প্রতিবেদনগুলি প্রতিযোগী, গ্রাহক, অন্যান্য শ্রম সংস্থা, বিনিয়োগ বিশ্লেষক তার সাথে শ্রমিকদের কাছেও পৌঁছাবে। 

এসকল বিস্তারিত আমরা জানতে পারবো 10 Minutes School এর Financial Accounting  ফ্রি কোর্সটির মাধ্যমে। কোর্সটি সাজানো হয়েছে ২১ ভিডিও ক্লাস এর মাধ্যমে । এবং কোর্সটি সম্পন্ন করতে সময় লাগে মাত্র ৪ ঘণ্টা আসা করি কোর্স টি সবার পছন্দ হবে এবং আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো । 

Financial Accounting কোর্সটি করে আমরা যা যা শিখব । 

  • Financial Accounting বিষয়ের বেসিক তৈরিতে জরুরি সব টপিক
  • Transaction record, general journal ও ledger তৈরি, debit ও credit, এবং trial balance তৈরি করা।
  • Adjusting ও Closing Journal Entries, Inventory costing এবং Bank reconciliation statement তৈরি করা।
  • Financial Statements তৈরি ও ব্যবহার করা।
Ream More  Crafting for Kids Free Course By Nusrat Jahan

Financial Accounting সম্পর্কে বিস্তারিত এবং কোর্সটি যাদের জন্য।

 কোর্সটি যাদের সব থেকে বেশি উপকারে আসবে। 

  • বিশ্ববিদ্যালয়ে যাদের Financial Accounting বিষয়ক কোনো না কোনো কোর্স রয়েছে এবং যাদের কাছে এই কোর্স কঠিন মনে হয়।
  • Accounting এর বেসিক টপিকগুলো যারা সোজাভাবে বাংলায় শিখতে চান।
  • বাংলায় তৈরি অনলাইন টিউটোরিয়াল দেখে যাদের বাংলা ও ইংলিশ টার্মিনোলজি সম্পর্কিত প্রবলেমে পড়তে হয়।

Financial Accounting ফ্রি কোর্সটি নিয়ে বিস্তারিত। 

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান ব্যাপারটা যেমন ইম্পোর্টেন্ট তেমনি ক্ষেত্রবিশেষে জটিলও। তা সত্ত্বেও প্রচুর কাজেই হিসাববিজ্ঞানের ব্যবহার থাকায় আদার্স বিভাগের শিক্ষার্থীদেরকেও বিশ্ববিদ্যালয়ে এসে Accounting পড়তে হয়। Accounting এর বিভিন্ন শাখার ভিতরে Financial Accounting-ই বেশি শেখার দরকার পড়ে। যারা স্কুল-কলেজ জীবনে হিসাববিজ্ঞান পড়ে এসেছে, তারা সমস্যায় পড়ে এতদিন বাংলা পড়া টার্মগুলো হতে নিউ করে ইংলিশ টার্ম ব্যবহারে অভ্যস্ত হতে। 

অন্যদিকে, সাইন্স বা মানবিক ক্যাটাগরি পড়ে আসা শিক্ষার্থীরা টপিকগুলো বুঝতে গিয়েই হিমশিম খায়। ভাষাগত বাধার কারণে অনলাইন ইংলিশ টিউটোরিয়ালগুলো হতে শেখা কঠিন হয়ে যায়। অন্যদিকে বাংলা টিউটোরিয়াল গুলোতে বেশিরভাগ টাইম ব্যবহার করা হয় বাংলা টার্ম, যেগুলো বিশ্ববিদ্যালয়ের কোর্সে ব্যবহার হয় না। সব মিলিয়ে এই ছাত্রদের দরকার ইংরেজি টার্ম ব্যবহার করে বাংলায় সোজা উপায়ে পড়ানো কোর্স। 

আর তাই, Journal, Debit-Credit, Ledger, Worksheet, Financial Statement- সহ Financial Accounting-এর বেসিক হতে বিষয়গুলো শেখাতে টেন মিনিট স্কুল নিয়ে এলো সম্পূর্ণ ফ্রি কোর্স Introduction to Financial Accounting‘। বিশ্ববিদ্যালয় জীবনের Accounting বিষয়ক কোর্সগুলোতে সুন্দর করার জন্য আজই ভর্তি হোন কোর্সটিতে। এবং সম্পূর্ন ফ্রি তে কোর্স টি করে নিন এবং নিয়ে নিন একটি সার্টিফিকেট। 

Ream More  Higher Study in USA Free Course By 10 MS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *