10 Minute School Freelancing free Course

Posted on

Freelancing এর হাতেখড়ি 10minschool Free Course

বর্তমান সময়ে বেকারত্ব আমাদের দেশ কে গ্রাস করছে। অনেক উচ্চ শিক্ষিত চাকরির অভাবে বেকার হয়ে পরছে। বেকারত্ব দূড় করার অন্যতম একটি উপায় হচ্ছে নিজের আত্মকর্ম সংস্থান তৈরি করা। এই আত্মকর্ম সংস্থান এর অন্যতম একটি অংশ হচ্ছে ফ্রীলেন্সিং করা। ফ্রীলেন্সিং বিভিন্ন উপায়ে করা যায় শুধু প্রয়োজন নিজেকে কিছুটা ঝালাই করে নেওয়া। যারা ফ্রীলেন্সিং এর বিষয়ে পুরোপুরি অজ্ঞ এবং যারা ফ্রীলেন্সিং এর বেপারে বিস্তারিত জানতে চান মূলত তাদের জন্যই ১০ মিনিট স্কুল নিয়ে এসেছে ফ্রীলেন্সিং এর হাতেখড়ি এই ফ্রি কোর্স টি । যার মাধ্যমে আপনি ফ্রীলেন্সিং সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারবেন এবং ফ্রীলেন্সিং এর জন্য আপনার ফাউন্ডেশন গড়ে তুলতে পারবেন। তাহলে চলুন আর দেড়ি না করে ফ্রীলেন্সিং এর হাতেখড়ি এই ফ্রি কোর্সটি সম্পর্কে জেনে নেই।


সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২৩

Freelancing এর হাতেখড়ি কোর্স এর মেন্টর পরিচিতি।

যেহেতু এটি একটি ফাউন্ডেশন কোর্স তাই 10 Minute School এর Content Manager Ahsan Mahbub Yeaman। কোথায় আছে যেই বিল্ডিং এর ফাউন্ডেশন যত বেশি মজবুত হয়। তাই ফ্রীলেন্সিং সেক্টরেও আপনি যদি আপনার ফাউন্ডেশন টা মজবুত ভাবে করে নিতে পারেন তাহলে পরবর্তি ধাপ গুলো অতিক্রম করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই নিজেকে সফল করা এবং বেকারত্ব দূর করার জন্য ফ্রীলেন্সিং একটি অন্যতম মাধ্যম ।

Freelancing এর হাতেখড়ি ফ্রি কোর্স এর মাধ্যমে যা যা শিখবেন।

আমি আগেই বলেছি এই কোর্স টি হচ্ছে মূলত বিগেনারদের জন্য। তাই আপনি যদি আপনার ক্যারিয়ার Freelancing এর উপর গড়ে তুলতে চান তাহলে এই কোর্স টি আপনার জন্য। এই কোর্সের মধ্যে আপনি জানতে পারবেন Freelancing কী? কিভাবে Freelancing করা হয়? মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেস এর বাইরে কিভাবে Freelancing করতে হয়? Freelancing করে আপনি কেমন আয় করতে পারবেন? সুতরাং Freelancing এর একটি পূর্নাজ্ঞ গাইড লাইন আপনি পেয়ে যাবেন এই কোর্স এর মাধ্যেম।

  • ফ্রিল্যান্সিং মানে কী এবং এর মাধ্যমে আসলে কত টাকা ইনকাম করা সম্ভব।
  • ফ্রিল্যান্সিং করতে কী কী প্রয়োজন এবং কোন মার্কেটপ্লেস থেকে কীভাবে শুরু করবেন।
  • বিভিন্ন রকম মার্কেটপ্লেস নিয়ে সম্যক ধারণা।
  • ভবিষ্যতে চাহিদা থাকবে এমন সেরা কিছু স্কিল নিয়ে আলোচনা।
  • কীভাবে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করা যায়।
  • ছাত্রজীবন এবং কর্মজীবনের পাশাপাশি কোন স্কিল শিখে ফ্রিল্যান্সিং করা যায়।
  • ফ্রিল্যান্সিং এর কিছু অসুবিধা এবং সতর্কতা।
Ream More  Training of Teachers Free Online Course By 10 MS

Freelancing এর হাতেখড়ি কোর্সটি যারা করবেন।

যেকোনো পেশা বা ছাত্র শ্রেণির মানুষ এই কোর্স টি করতে পারবে। যারা কিনা অলরেডি ফ্রীলেন্সিং করছেন তারা চাইলে এই কোর্সটি করে নিতে পারবেন এবং যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি করা বাধ্যতা মূলক হিসেবে আমি মনে করি। আপনি যদি আপনার চাকরির পাশাপাশি আর একটি ইনকামের ব্যবস্থা করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য। ছাত্র জীবন থেকেই যদি আপনি আপনার ক্যারিয়ার এর উপর ফোকাসড হতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য।

Freelancing এর হাতেখড়ি কোর্স সম্পর্কে বিস্তারিত।

আপনি যদি একজন দক্ষ ফ্রীলেন্সার হিসেবে নিজেকে তৈরি করতে চান তাহলে 10 minute school online course এর Freelancing এর হাতেখড়ি কোর্সটি আপনার জন্য পার্ফেক্ট কারণ এই কোর্সের মাধ্যেম আপনি আপনার Freelancing career শুরু করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে আজকাল লাখো বেকার বা স্টুটেন্ড রা ডলারে আয় করছেন। অন্যান্য successfull Freelancer দের দেখে অনেকেই Freelancing করতে আগ্রহ প্রকাশ করছে। নিজেদের ভেতরেই বিশেষ প্রবৃত্তি জন্মে ফ্রিলান্সিং করে একটু অনেক ভালো আর্থিক অবস্থানে পৌছাতে পারে। তাই, অধিকাংশরাই Freelancing সম্পর্কে ভালো ভাবে না জেনে, না বুঝে, এবং প্রাথমিক ধারনা নিয়েই কাজে নেমে পরে, যা তাদের জন্য যেমন ক্ষতিকর, তেমনি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্যও হুমকি। কারণ, তথাকথিত ফ্রিল্যান্সাররা কোনো স্কিল না শিখে, অদক্ষ হয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে কাজ নেয়। কিন্তু, যথাযথ স্কিল না থাকার কারণে ঐ কাজ ডেলিভার করতে পারে না। এই কারণে, বৈদেশিক ক্লায়েন্টেদের কাছে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সম্মান যাচ্ছে।

এই 10 minute school free course টিতে আমরা শিখবো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কী এবং তার সাথে এর স্টেপ বাই স্টেপ আমরা বিস্তারিত শিখতে পারবো। জানবো, ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আসলেই কি টাকা কামানো যায়? আর সেটা কত টাকা? পাশাপাশি শিখবো ফ্রিল্যান্সিং করার জন্য কী কী চাই এবং কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, তার ৫টি ও কার্যকরী ধাপ। একইসাথে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে বেসিক বিষয়গুলো জানার পাশাপাশি, কীভাবে সাকসেস ফ্রিল্যান্সার হওয়া যায়, কোন স্কিলগুলো ইজিলি শিখে একটা সর্বনিম্ন ইনকাম করা যায়, কীভাবে গ্রাফিক ডিজাইন তার সাথে মডার্ন মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা যায়, ছাত্রজীবন ও কর্মজীবনে ফ্রিল্যান্সিং করার টিপস সহ ফ্রিল্যান্সিং এর কতিপয় অসুবিধা ও সতর্কতা সম্পর্কে জানবো।

Ream More  Money Management Free Course By 10MS

এই কোর্সটি মূলত আপনাকে ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে ১টি ডিটেইলস প্রদান করবে, আয় করার কোন নিশ্চয়তা প্রদান করবে না। বাংলাদেশের কনটেক্সটে যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান, ফ্রিল্যান্সিং আরম্ভ করতে চান, তাদের জন্য বেসিক গাইডলাইন নিয়েই তৈ করা হয়েছে Freelancing এর হাতেখড়ি এই কোর্স। তাই আপনি যদি আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর ফাউন্ডেশন মজবুত করতে চান তাহলে আর দেড়ি না করে উপড়ে দেওয়া লিংক থেকে আজই এনরোল করুন 10 minute school free course ‘Freelancing এর হাতেখড়ি’ কোর্সে!


সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২৩

Freelancing এর হাতেখড়ি কোর্স ফ্রি ডাউনলোড

Freelancing এর হাতেখড়ি কোর্সটি আপনি উপড়ে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ বিনামূল্য দেখে নিতে পারবেন এবং চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এই Freelancing এর হাতেখড়ি কোর্সটি সাজানো হয়েছে ১১ টি ভিডিও এবং ৬ টি নোট নিয়ে। কোর্স টি শেষ করতে আপনার সময় লাগবে ৭ ঘণ্টা কেননা এই কোর্সে বিস্তারিত ভাবে সকল কিছুই দেখানো হয়েছে। আর কোর্সটি শেষ করেই আপনি পেয়ে যাবেন একটি সার্টিফিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *