Presentation & Public Speaking Free Course by Ayman Sadiq

Posted on

Presentation & Public Speaking by Ayman Sadiq

আমাদের পার্সোনাল জীবন থেকে শুরু করে প্রফেশোনাল জীবনে এবং  শিক্ষার্থী লাইফে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে মানুষের সাথে যোগাযোগ এর দক্ষতা ১টি তাৎপর্যপূর্ণ অবদান পালন করে। প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং-এ আত্মবিশ্বাস প্রস্তুত করতে ও জনসাধারণের সামনে কথা বলার দক্ষতাকে এইরকম উন্নত করতে সব ধরনের কৌশল, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে আয়মান সাদিকের ফ্রি কোর্স Presentation & Public Speaking Course-টিতে।

আয়মাদ সাদিকের এই ফ্রি কোর্সটি তৈরি হয়েছে ৩১ টি ভিডিও ক্লাস এবং ১৬ টি কুইজ সেট নিয়ে। যা আপনাকে তৈরি করবে একজন দক্ষ প্রেজেন্টার এবং পাবলিক স্পিকার হিসেবে।এবং কোর্সটি শেষ হলে পেয়ে যাবেন একটি সার্টিফিকেট। তাহলে আর দেড়ি না করে এই ফ্রি কোর্স এর মধ্যে আমরা কি কি পেয়ে যাবো তা নিয়ে আলোচনা করা যাক। 

কোর্সটি করে যা শিখবেন

  • Presentation তার সাথে Public Speaking এর সময় কিভাবে শ্রোতাদেরকে আপনার কথার প্রতি আগ্রহী করে তোলবেন।
  • প্রেজেন্টেশন কিভাবে শুরু করতে হয়, কিভাবে ট্রানজিশন প্রয়োগ করা হয় এবং তার সাথে সঠিকভাবে প্রেজেন্টেশন সমাপ্ত করা।
  • প্রেজেন্টেশন অথবা বক্তৃতার জন্য সঠিক ড্রেস কোড ও বডি ল্যাঙ্গুয়েজ।
  • প্রেজেন্টেশনের জন্য দুর্দান্ত কার্যকর কিছু পাওয়ারপয়েন্ট হ্যাকস।
  • পাবলিক স্পিকিং এর সময় অদক্ষ বক্তব্য এড়ানোর উপায়।
  • প্রেজেন্টেশন এর টাইম আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপন করার গাইডলাইন।

Presentation & Public Speaking কোর্স সম্পর্কে বিস্তারিত

আয়মান সাদিক ভাইয়ার এই কোর্সটি সবার জন্য খুবই গুরুত্বপুর্ণ কেননা এই কোর্সটির মাধ্যেমে আপনি কিভাবে কোথায় কথা বলা উচিত তা শিখে নিতে পারবেন। এই কোর্স করে আপনি শিখতে পারবেন কিভাবে প্রেজেন্টেশন এর দক্ষতা অর্জন করতে হয়।  কোর্সটি সম্পর্কে আর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। 

Ream More  10 Minutes School এর সকল ফ্রি কোর্স ডাউনলোড লিংক

এই কোর্সটি যাদের জন্য।

এই ফ্রি কোর্সটি তাড়াই করবেন যারা প্রেজেন্টেশন তার সাথে পাবলিক স্পিকিং সেশনের জন্য নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার জন্য চান, তাদের জন্য কোর্সটি সহায়ক ভূমিকা পালন করবে। যে ব্যক্তিরা তাদের উপস্থাপনা এবং জনসাধারণের সম্মুখে কথা বলার দক্ষতাকে এইরকম উন্নত করার জন্য চান তারা এই Presentation & Public Speaking -এর এই কোর্সটি করতে পারেন। যারা তাদের পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশনের স্কিলকে এইরকম খাটি করতে চান তার সাথে তাদের প্রফেশনাল জীবনে উন্নতি করার জন্য চান তারা ফ্রিতে কোর্সটি করার জন্য পারবেন।

এই কোর্স এর মধ্যে যা যা থাকছে। 

‘Presentation & Public Speaking’ কোর্সটি আপনাকে আপনার প্রেজেন্টেশনের দক্ষতা এবং জনসাধারণের সামনে কথা বলার দক্ষতাকে এইরকম সমৃদ্ধ করার জন্য সমুদয় প্রয়োজনীয় সবকিছু শেখাবে। আপনি যদি একজন দক্ষতা সম্পন্ন বক্তা হতে চান তাহলে এই ফ্রি কোর্সটি আপনার জন্য।  এমনকি আপনার পেশাগত জীবনেও অর্জিত এসব দক্ষতাকে কাজে লাগাতে পারবেন। এই কোর্সটি প্রেজেন্টেশন তার সাথে পাবলিক স্পিকিং এর সাথে সমান ভাবে  আপনার যাবতীয় প্রশ্নের উত্তর প্রদান করবে। কথা বলার জড়তা এড়ানোর উপায়, জনসাধারণের সম্মুখে কথা বলার উৎকণ্ঠা কাটিয়ে ওঠার কৌশল শিখতে পারবেন। কীভাবে মানুষকে আপনার বলা কথার প্রতি এইরকম আগ্রহী করে তোলা যায় তা জানতে পারবেন।

আয়মান সাদিকের ফ্রি কোর্সটি সম্পর্কে বিস্তারিত। 

আপনি যে পেশাতেই থাকেন না কেন, অনেক ভালো প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং এর সক্ষমতা অর্জন একটি ইম্পোর্টেন্ট বিষয় যা আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যেতে পারে। আপনি যদি একজন কর্পোরেট পেশাজীবী হন অথবা কীভাবে প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং এর দক্ষতা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে চান তাহলে এই কোর্সটি করে আপনি তা করতে পারবেন এবং এর সবকিছু এই ‘Presentation & Public Speaking’ কোর্সটি হতে আপনি শিখতে পারবেন।

Ream More  Freelancing এর হাতেখড়ি Free Course By Ahsan Mahbub Yeaman

“Presentation and public speaking” কোর্সটিতে আপনি ফ্রিতে আপনার গুরুত্বপুর্ণ যেকোনো প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং সেটিং এর জন্য মুল্যবান যাবতীয় দক্ষতা, কৌশল, টিপস ও ট্রিকস সম্পর্কে জানতে পারবেন। আপনার এই ফিল্ডে এক্সপেরিয়েন্স থাকুক বা না থাকুক, এই কোর্সটি নিশ্চিতভাবে আপনার বক্তব্যকে স্কিলফুল খাটি করার জন্য সাহায্য করবে। সুতরাং আপনি যদি সর্বসেরা কথক কিংবা প্রেজেন্টর হতে চান, এখনই এনরোল করুন আমাদের ‘Presentation and public speaking Course-টিতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *