Freelancing এর হাতেখড়ি Free Course By Ahsan Mahbub Yeaman

Posted on

বাংলাদেশের ব্যাপক সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা প্রচুর ভাগে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং পেশা। এটি এরূপ একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন।

এখানে আপনার শুধুমাত্র চাই একটি সুনির্দিষ্ট ফিল্ডে ভালো সক্ষমতা অর্জন করা। ফ্রিল্যান্সিং (Freelancing) ও আউটসোর্সিং (Outsourcing) এর আওতা অনেক বড়। পিকচার এডিটিং (Photo Editing) হতে আরম্ভ করে ভিডিও বানানো, সম্পাদনা করা (Video Editing) সহ গ্রাফিক্স ডিজাইনের প্রায় সকল ধরনের কারজের রয়েছে প্রচুর চাহিদা।এছাড়াও ওয়েব ডিজাইন (Web design), কোডিং (Coding), এনিমেশন তৈরি (Animation Making), ব্লগিং (Blogging) সহ পর্যাপ্ত কাজ আপনি এখানে পেয়ে যাবেন। Freelancing 10 minute school এর এই কোর্সটি হয়ে যাক আপনর হাতেখড়ি। 

ফ্রিল্যান্সিং কী?

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এইরকম ১টি পেশা যেখানে আপনি অনলাইনের সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটা সাধারন জবের মতোই, অথবা ভিন্নতা হলো এইখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। আপনার ইচ্ছা হল আপনি আপনি কাজ করবেন না ; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার ইচ্ছা করলেই কাজ পারবেন।

ফ্রিল্যান্সিং কী? কীভাবে, কোন উপায়ে এবং কোন মার্কেটপ্লেস হতে ফ্রিল্যান্সিং আরম্ভ করা উচিত? কোন স্কিলের সাহায্যে আয়ের চান্স কেমন? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের পাশাপাশি ফ্রিল্যান্সিং জগত সম্মন্ধে একটি ডিটেইলস অনুমান দিতেই আমরা নিয়ে এসেছি এই কোর্সটি! যাই-হোক, এ বিষয়ক সব কিছুই আমরা এই ফ্রিল্যান্সিং এর ফ্রি কোর্স এর মাধ্যেমে বুঝতে পারবো। এইখানে এই ফ্রি কোর্স এর আলোচ্য বিষয় ফ্রিল্যান্সিং কি তার সাথে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ক্যারিয়ার গাইডলাইন। তো দেরি না করে Freelancing এর হাতেখড়ি কোর্সটি এখনি ইনরোল করে নিন।

Ream More  লেখক হওয়ার তাহেখড়ি কোর্স ১০ মিনিট স্কুল

কোর্সটি করে যা শিখবেন

  • ফ্রিল্যান্সিং মানে কী এবং এর সাহায্যে প্রকৃতপক্ষে কত টাকা করা সম্ভব
  • ফ্রিল্যান্সিং করার জন্য কী কী চাই এবং কোন মার্কেটপ্লেস হতে কীভাবে আরম্ভ করবেন
  • বিভিন্ন রকম মার্কেটপ্লেস নিয়ে সম্যক ধারণা
  • ভবিষ্যতে চাহিদা থাকবে এইরকম সর্বসেরা কয়েকটি স্কিল নিয়ে আলোচনা
  • কীভাবে গ্রাফিক ডিজাইন তার সাথে আধুনিক প্রচার করে ফ্রিল্যান্সিং করা যায়
  • ছাত্রজীবন এবং কর্মজীবনের পাশাপাশি কোন স্কিল শিখে ফ্রিল্যান্সিং করা যায়
  • ফ্রিল্যান্সিং এর কয়েকটি অসুবিধা তার সাথে সতর্কতা

কোর্স সম্পর্কে বিস্তারিত

বাংলাদেশ যেসব খাতে রপ্তানি করে সর্বাপেক্ষা বহু অর্থ রোজগার করে, তার মধ্যে ফ্রিল্যান্স ম্যানপাওয়ার হচ্ছে দ্বিতীয়তম। ২০২১ সালে বাংলাদেশে আইটি ফ্রিল্যান্সারদের সংখ্যা ছিলো প্রায় ৭ লক্ষ ৫০ হাজার। ২০২৪ সালে এটি বেড়ে প্রায় ৯ লক্ষ থেকে পারে। দুঃখজনক হলেও সত্যি যে, বাংলাদেশের মোট ফ্রিল্যান্সারদের ভিতরে মাত্র ২৬.৬% ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসগুলোতে সক্রিয়ভাবে কাজ করছেন। ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে প্রতারিত হয় হাজারো মানুষ। একমাত্র নামে Freelancer হয় অনেকেই, তবুও অসমর্থ হয়ে ফিরে আসে একমাত্র ফ্রিল্যান্সিং সম্মন্ধে বেসিক ধারণা না থাকার কারণে। এই কোর্সটিতে রয়েছে ১১ টি ভিডিও টিউটোরিয়াল ৭ টি পিডিএফ এবং এই কোর্সটি শেষ করতে সময় লাগবে ৭ ঘণ্টা। 

ফ্রিল্যান্সিং করে বর্তমানে লাখো মানুষ ডলারে আয় করছেন। অন্যকে দেখে অনেকের নিজেদের ভেতরেই ঝোঁক জন্মে ফ্রিলান্সিং করে একটু অনেক ভালো আর্থিক অবস্থানে পৌছাতে। তাই, অনেকেই সামনে না জেনে, না বুঝে, এরূপ কতিপয় শিখে এবং করে, যা ঐ ব্যাক্তির জন্য যেমন ক্ষতিকর, তেমনি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্যও এক প্রকার হুমকি। কারণ, তথাকথিত ফ্রিল্যান্সাররা কোনো স্কিল না শিখে, অক্ষম হয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে কাজ নেয়। কিন্তু, যথাযথ স্কিল না থাকার কারণে ঐ কাজ ডেলিভার করার জন্য পারে না। এই কারণে, বৈদেশিক ক্লায়েন্টেদের নিকট বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সম্মান কমে যাচ্ছে।

Ream More  CV Writing & Interview Free Course By Ayman Sadiq

এই ফ্রি কোর্সটিতে আমরা শিখবো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কী তার সাথে এর পদক্ষেপ বাই পদক্ষেপ ব্যাখ্যা। জানবো, কক্ষে বসে ফ্রিল্যান্সিং করে আসলেই কি টাকা কামানো যায়? আর সেটি কত টাকা? একসাথে শিখবো ফ্রিল্যান্সিং করতে কী কী প্রয়োজন তার সাথে কীভাবে ফ্রিল্যান্সিং আরম্ভ করা যায়, তার ৫টি সহজ ও কার্যকরী ধাপ। একইসাথে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে বেসিক বিষয়গুলো জানার পাশাপাশি, কীভাবে সাকসেস ফ্রিল্যান্সার হওয়া যায়, কোন স্কিলগুলো ইজিলি শিখে একটা মিনিমাম ইনকাম করা যায়, কীভাবে গ্রাফিক ডিজাইন এবং মডার্ন মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা যায়, ছাত্রজীবন ও কর্মজীবনে ফ্রিল্যান্সিং করার টিপস সহ ফ্রিল্যান্সিং এর কয়েকটি অসুবিধা ও সতর্কতা সম্পর্কে জানবো।

এই কোর্সটি মূলত ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে ১টি বিস্তারিত আন্দাজ প্রদান করবে, আয় করার কোন নিশ্চয়তা প্রদান করবে না। বাংলাদেশের কনটেক্সটে যারা ফ্রিল্যান্সিং সম্মন্ধে জানতে চান, ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্য বেসিক গাইডলাইন নিয়েই হয়েছে এই কোর্স। ফ্রিল্যান্সিং জগত সম্মন্ধে জেনে, এর আরম্ভ করার জন্য এনরোল করুন টেন মিনিট স্কুলের ‘Freelancing এর হাতেখড়ি’ কোর্সে!

Freelancing এর হাতেখড়ি কোর্সটি যাদের বেশি উপকারে আসবে 

  1. যেকোনো শ্রেণির শিক্ষার্থীদের জন্য যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী
  2. যারা জব অনুসন্ধান করছেন বা আয় করার উপায় খুঁজছেন
  3. পড়াশোনা, ব্যবসা অথবা চাকরির একসাথে যারা এক্সট্রা রোজগার করতে চান
  4. যেকোনো বয়স-শ্রেণি-পেশার যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে আগ্রহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *