Money Management Free Course By 10MS

Posted on

Money Management Free Course

আমারা যারা চাকরীজীবী আছি তাদের প্রতি মাসেই একটা হিসাব করে চলতে হয়, কেনোনা এক মাসের বেতন এর টাকা দিয়ে পুরোটা মাস চালাতে হয় এক্ষেত্রে যদি কোন হিসাব না রাখা হয় তাহলে টাকা কিভাবে খরচ হচ্ছে যা বুঝা খুবী কঠিন হয়ে পারবে। আর সঞ্চয় করা ও হয়ে উঠবে না। কীভাবে অর্থ সঞ্চয় করতে হয়, বাজেট তৈরি করার জন্য হয়, দীর্ঘমেয়াদী ধনদৌলত তৈরির জন্য ব্যবহারিক টিপস, কোথায় কীভাবে বিজ্ঞতার সাথে বিনিয়োগ করার জন্য হয় তার সব প্রকারের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শিখতে পারবেন আমাদের এই কোর্সটি থেকে। আজই এনরোল করুন আমাদের এই ‘Money Management’ কোর্সটিতে! 

এই কোর্সটি করতে আপনাকে কোন প্রকার পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ ফ্রি তে এই কোর্সটি আপনি করে নিতে পারবেন ১০ মিনিট স্কুল থেকে। এবং এই কোর্সটি তে থাকছে ১০ ভিডিও ক্লাস যা কমপ্লিট করতে আপনার সময় লাগবে মাত্র ১ ঘণ্টা। তাই দেড়ি না করে এই কোর্সটি এখনি করে ফেলুন আর হিসাব রাখুন আপনার আয় এবং ব্যয় সমূহ। 

এই কোর্সটি করে আপনি যা যা শিখতে পারবেন। 

  • কোথায় টাকা ইনভেস্টমেন্ট করা যায় এবং কোনো খাতে অর্থ ইনভেস্টমেন্ট করার আগে যেসব বিষয় খেয়াল করা উচিত।
  • নিজের মাসিক খরচের জন্য বরাদ্দ তৈরি।
  • অর্থ সঞ্চয় করার নানারকম কার্যকরী কৌশল।
  • সঞ্চয় করা অর্থের মেজারমেন্ট রাখার পদ্ধতি।
  • রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেজারমেন্ট করার পদ্ধতি।
  • অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলার পদ্ধতি।

Money Management  কোর্স সম্পর্কে বিস্তারিত

আপনি কি মাস শেষে নিজের আয়-ব্যয়ের মেজারমেন্ট মিলাতে যেয়ে হিমশিম খান? অর্থ জমানোর ইচ্ছে সবারই থাকেলেও দৈনন্দিন জীবনে আমাদের খরচের পরিমাণটাও কম নয়। একারণে মাস শেষে নোটিশ যায় আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখাই দায়। তখন আমরা অনেকেই বুঝতে পারি না কীভাবে টাকা জমাবো। আবার হাতে টাকা এলেই খরচ করে ফেলাটা আমাদের অনেকেরই অভ্যাস। তা সত্ত্বেও অর্থ জমাতে গেলে ব্যয় করার সময় কিছুটা সতর্ক হতে হয়।

Ream More  Math Series Free Course By Ayman Sadiq

আপনারও যদি এই অভ্যাসগুলো থেকে থাকে তাহলে টেন মিনিট বিদ্যালয়ের “Money Management” কোর্সটি করে ফেলুন! এই কোর্সে আপনাকে অর্থ তার সাথে সঞ্চয়ের নানা কৌশল শেখানো হবে। অর্থ ব্যয়ের নানারকম কৌশল, কীভাবে একটা কার্যকরী বরাদ্দ প্রস্তুত করতে হয়, ফিন্যান্সিয়াল প্ল্যানিং, কোথায় টাকা ইনভেস্ট করা যায় প্রভৃতি বিষয়ে এই ফ্রি কোর্সে আলোচনা করা হয়েছে। এইজন্য আপনি যদি অর্থ সঞ্চয় করার উপায়গুলো জেনে নিতে চান, তাহলে এখনই এনরোল করুন “Money Management” কোর্সটিতে!

Course কন্টেন্ট প্রিভিউ

Basic Habits

  • Video: HOW TO MONEY
  • Video: অর্থই অনর্থের মূল

Basic Practice and Planing 

  • Video: 3 Basic Habits for Saving Money
  • Video: Best Practices of Personal Finance
  • Video: Common Investment Mistakes
  • Video: How to Avoid Stupid Expenditures
  • Video: How to Create Your Personal Budget
  • Video: Methods of Calculating Return on Investment

Misconceptions and Planing

  • Video: Misconceptions About Money
  • Video: The Process of Financial Planning

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *