How to Publish a Book Free Course By 10MS

Posted on

বই প্রকাশ করার জন্য ফ্রি কোর্স BY সাদমান সাদিক

আপনি যদি লেখালেখি করতে পছন্দ করে থাকেন তাহলে এই কোর্স টি আপনার জন্য। স্বল্প সময়ে বই প্রকাশনার জন্য লেখালেখির নানান পদ্ধতি ও কৌশল শিখে নিতে এনরোল করুন এই কোর্সটিতে। এই কোর্সের মধ্যে আপনি লেখালেখি করার অনেক প্রকার কৌশল শিখতে পারবেন। যা বই লেখার ক্ষেত্রে আপনার অনেক কাজে আসবে। এবং বই লিহে কিভাবে প্রকাশ করতে হয় তা ও শিখে নিতে পারবেন। আর এই কোর্স টি করতে আপনাকে কোন প্রকার টাকা দিতে হবে না। 

সম্পুর্ন ফ্রি এই ১০ মিনিট স্কুল এর How to Publish a Book এই কোর্স টি আপনি করে নিতে পারবেন। এর জন্য শুধু ১০ মিনিট স্কুল এ একটি একাউন্ট করলেই হয়ে যাবে। এবং এই কোর্সটির মধ্যে পাবেন ১৭ টি ভিডিও ক্লাস যা করতে আপনার সময় লাগবে টোটাল ২ ঘণ্টা এবং কোর্স শেষে আপনার নামে একটি সার্টিফিকেট ও পেয়ে যাবেন। তাহলে আর দেড়ি না করে কোর্স এর বিস্তারিত প্রসঙ্গে চলে যাওয়া যাক। 

কোর্সটিকে যেভাবে সাজানো হয়েছে 

  • একদম প্রথম হতে শেষ পর্যন্ত বই পাবলিশ করার সম্পূর্ণ প্রক্রিয়া।
  • বই প্রকাশের খরচ, বই এর মূল্য সিলেক্ট ও বই হতে রয়্যালটি আয় নিয়ে বিস্তারিত।
  • প্রথম বই প্রকাশের সময় কি করা উচিত এবং কি করা উচিত না।
  • বই প্রকাশের সময়ে একজন নবীন লেখককে যেসব ঝামেলার সম্মুখীন থেকে হয়।
  • বইয়ের গ্রন্থস্বত্ব কী জিনিস, মুদ্রণ সংখ্যা বলতে কী বোঝায় তার সাথে বইয়ের বিভাগে কী কী।
  • বইয়ের প্রচার করার পদ্ধতি।
  • বই প্রকাশের জন্য প্রয়োজনীয় টিপস ও ট্রিকস।
Ream More  Microsoft Word Online Free Course By 10 Minute School

How to Publish a Book Free Course সম্পর্কে বিস্তারিত 

আপনি কি লেখালিখি করতে পছন্দ করেন এবং আপনি কি আপনার নিজের লিখনি বই পাবলিশ করার জন্য চান? একজন লেখক হিসেবে আপনার কেবলমাত্র লিখে গেলেই চলবে না, বরং তা পাঠকের হাতেও তুলে দেওয়ার জন্য হবে। তবে বই তৈরি করা থেকে প্রকাশনা সংস্থায় যাওয়ার যাত্রাটা এতই দীর্ঘ যে তা অনেকের নিকট বেশ কঠিন মনে হয়। বই প্রকাশনার এই প্রক্রিয়াটি আপনার সম্মুখে তুলে ধরতে এবং যাত্রাটি যথা পসিবল সহজ করার জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “How to Publish a Book” কোর্সটি।

এই কোর্সের সাহায্যে আপনি সহজেই মুল্যবান ধাপ ফলো করে আপনার বই প্রকাশ করার শুরু করার জন্য পারবেন। আপনি যদি কোর্সের উল্লিখিত ধাপগুলো ফলো করেন, তাহলে কোনো ঝামেলা ছাড়াই নিজের প্রথম বই পাবলিশ করতে পারবেন। সুতরাং সব বাধা পেরিয়ে নিজের প্রথম বই পাবলিশ করতে এখনই এনরোল করুন কোর্সটিতে

এই কোর্সের মাধ্যমে আপনি যা যা শিখতে পারবেন

  • নিজের প্রথম বই প্রকাশ করার জন্য কার্যকরী টিপস।
  • বইয়ের বিকাশ কীভাবে করবেন তা জানতে পারবেন।
  • বই লিখে রয়্যালটি কেমন আসে, বই প্রকাশের খরচা কিরকম পড়ে তা জানতে পারবেন।
  • বইয়ের গ্রন্থস্বত্ব কী জিনিস, মুদ্রণ পরিমান বলতে কী বোঝায়, বইয়ের বিভাগে কী কী তা জানতে পারবেন।
  • আপনি যেকোন সময় যেকোন ঠাঁই হতে ফ্রিতে কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *