Fire Safety Awareness Free Online Course

Posted on

Fire Safety Awareness Free Online Course 

আগুন লাগলে করণীয়, আগুন নেভানোর ডিভাইস এবং তার ব্যবহার, ফায়ার সেফটির নানারকম নিয়ম, এবং আগুন লাগলে কীভাবে শান্ত থেকে মুল্যবান স্টেপ নেওয়া যায়, সবকিছুর উত্তর পাবেন “Fire Safety Awareness” অনলাইন ট্রেনিং কোর্সে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা করে নিতে পারবেন ১০ মিনিট স্কুল থেকে। এই কোর্সটি খুবই গুরুত্ত্বপূর্ণ ফায়ার সেফটি গার্ডদের জন্য। এর মাধ্যমে আর নানা রকম কৌশল শিখে নিতে পারবেন ফ্রিতে। 

এই কোর্সটি সম্পূর্ণ বিনা মূল্যে আপনি শিখতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো প্রকার টাকা পেমেন্ট করতে হবে না। এই পর্যন্ত ১৭ হাজারের ও বেশি মানুষ কোর্সটি করেছে। ফায়ার সেফটি কোর্সটি টোটাল ১৬ টি ভিডিও ক্লাস নিয়ে করা হয়েছে যেটা করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ ৪ ঘণ্টা। 

ফায়ার সেফটি কোর্সটি করে যা শিখবেন

  • আগুন নির্বাপণ ডিভাইস বা Fire Safety Equipment এবং তাদের ব্যবহার
  • বাংলাদেশের ফায়ার সেফটি রুলসসমূহ
  • আগুন লাগার ১০টি নিমিত্ত কারণ
  • আগুন লাগার মুহূর্তে ইমার্জেন্সি কাজগুলো
  • আগুন লাগার রিলেটেড বিভিন্ন প্রাথমিক চিকিৎসা নিয়ে ধারণা, যেমন ড্রেসিং ও ব্যান্ডেজ, কৃত্রিম শ্বাস প্রশ্বাস পদ্ধতি, ইত্যাদি

কোর্স সম্পর্কে বিস্তারিত

যদি জানতে চান আপনার কর্মস্থলে বা আপনার বাড়িতে অগ্নি ব্যাপ্তির সময় অন্যদের কেমন করে সাহায্য করবেন। প্রাথমিক চিকিৎসা, উদাহরণসরূপ বস্ত্র সংস্কার এবং ব্যান্ডেজ, মানব নির্মিত শ্বাস প্রশ্বাস ইত্যাদি সম্পর্কে আন্দাজ নিতে চান। আগুন লাগার মূহূর্তে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার উপায় জানতে চান।

ফায়ার সেফটি কোর্স সম্পর্কে যা জানা প্রয়োজন। 

হঠাৎ করে অগ্নি লাগার মতো ঘটনা যে কাউকে যেকোনো টাইম আতঙ্কে ফেলে দেওয়ার জন্য পারে। বিশেষ করে এরকম অবস্থা মোকাবেলার জন্য করণীয়গুলো না জানা থাকে তাহলে আতঙ্কের কারণে ক্ষয়-ক্ষতির সম্ভবনা আরও বেড়ে যায়। ফায়ার সেবা কর্তৃপক্ষের অপেক্ষা না করে, বিভিন্ন আগুন নির্বাপন যন্ত্রের ব্যবহার, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার পদ্ধতি নিয়ে অনুমান থাকলে ক্ষয়-ক্ষতির হিসাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

Ream More  Student Hacks By Ayman Sadik and Sadman Sadik

তাই মানুষের ভিতরে ফায়ার সেফটির সচেতনা তৈরি ও বৃদ্ধির জন্য টেন মিনিট বিদ্যালয় নিয়ে এসেছে “Fire Safety Awareness” কোর্স, যেখানে আলোচনা করা হয়ে গিয়েছে ফায়ার সেফটি রুলস, অগ্নি নির্বাপণ ডিভাইস বা Fire Safety Equipment তার সাথে তাদের প্রয়োগ সম্পর্কে!

এই “Fire Safety Awarenesst” ফ্রি কোর্সটি মূলত আপনাকে শেখাবে অগ্নি লাগার মত ভয়াবহ সময়েও মাথা রেখে সিচুয়েশন মোকাবেলা করতে। তাই ফায়ার সেফটি সম্পর্কে জানতে বিলম্ব না করে আজই এনরোল করুন “Fire Safety Awareness” কোর্সটিতে।

কন্টেন্ট প্রিভিউ

এই কোর্সের মধ্যে যে সকল বিষয় গুলো নিয়ে আলোচনা বা এই কোর্সের মধ্যে যে সকল বিষয় গুলো আপনারা শিখতে পারবেন তা নিচে দেওয়া হল । অগ্নিনিরাপত্তার প্রাথমিক ধারনা

  • Video: কোর্সের উদ্দেশ্য এবং আলোচ্য বিষয়
  • Video: আগুন কী এবং প্রজ্জ্বলন ও নির্বাপন নীতি
  • Video: আগুনের শ্রেণীবিন্যাস
  • Video: অগ্নি নির্বাপন পদ্ধতি
  • Video: আগুন লাগার প্রধান ১০ টি কারণ
  • Video: অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার ও পরিচিতি
  • Video: অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার

প্রাথমিক চিকিৎসা 

  • Video: মডিউলের আলোচ্য বিষয়
  • Video: প্রাথমিক চিকিৎসায় দ্রুত কিছু করণীয়
  • Video: ড্রেসিং ও ব্যান্ডেজ কী এবং কীভাবে কাজ করে
  • Video: আগুনে পোড়া ও হাড় ভাঙ্গা রোগের প্রাথমিক চিকিৎসা
  • Video: কৃত্রিম শ্বাস প্রশ্বাস পদ্ধতি

সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা

  • Video: নিরাপদ নির্গমন পরিকল্পনা এবং উদ্ধার পদ্ধতি
  • Video: লোক অপসরণ পরিকল্পনা
  • Video: আগুন লাগলে যে কাজসমূহ ব্যক্তিগতভাবে করবেন না
  • Video: শেষ কিছু কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *