লেখক হওয়ার তাহেখড়ি কোর্স ১০ মিনিট স্কুল

Posted on

লেখালেখির হাতেখড়ি ফ্রি ১০ মিনিট স্কুল কোর্স

আনিসুল হক স্যার এর খুবই মূল্যবান একটি কোর্স যার মাধ্যমে আপনি লেখালেখি কীভাবে শুরু করবেন, কবি হতে করণীয়, লেখালেখিতে ক্যারিয়ার গঠনের উপায় সম্পর্কে ধারণা পাবেন এই কোর্সটিতে। এছাড়াও একজন লেখক হিসেবে লেখালেখির সময় কোন বিষয়গুলো দৃষ্টিপাত না করে চলতে হবে তা জানতে এবং কবি/ ঔপন্যাসিক/ নাট্যকার হওয়ার গাইডলাইন পেতে এনরোল করুন এই ফ্রি কোর্সটিতে! এই কোর্স সম্পূর্ন বিনা মূল্যে ডাউনলোড করে নিতে পারেন ।

এই কোর্সের মধ্যে যা যা থাকবে।

  • লেখালেখি শুরু করতে হলে প্রথমে যা যা করনীয় ।
  • লেখালেখি করার কৌশল।
  • লেখালেখি করে যেভাবে ক্যারিয়ার গড়েতুলা যায়।
  • গল্প লেখার টেকনিক।
  • যে সকল বিষয়গুলো এড়িয়ে চলা প্রয়োজন ।

লেখালেখির হাতেখড়ি কোর্স সম্পর্কে বিস্তারিত।

লেখালেখির হাতেখড়ি কোর্স টি যাদের জন্য তৈরি করা হয়েছে । যারা লেখালেখি করার বিভিন্ন কৌশল জানতে চায়, পাশাপাশি লেখক হওয়ার যাদের অনেক ইচ্ছা, যারা একটি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে চায়, কবি/নাট্যকার/ঔপন্যাসিক হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে চান এবং গল্পকার হওয়ার গাইডলাইন পেতে চান।

লেখালেখিতে ঝোঁক আছে, পরিচিতজনদের কাছে অনেক ভালো লেখেন বলে নামডাকও আছে, তবুও একজন গ্রাহ্য লেখক হতে কী কী করতে হয় তা জানেন না বলে লেখালেখির অভ্যাসটিকে কেবলমাত্র শখ পর্যায়েই রেখে দিয়েছেন, এরূপ মানুষের পরিমান কম নয়। লেখক হিসেবে সাকসেস হতে হলে একজন অনেক ভালো লেখকের গুণাবলি সম্মন্ধে জানা প্রয়োজন।

কেমন হয় যদি আপনাকে লেখালেখির সকল বিষয়ে ঠিক দিকনির্দেশনা দেন জনপ্রিয় কবি আনিসুল হক? “মা”, “যারা ভোর এনেছিল”, “উষার দুয়ারে”-সহ অনেকগুলো বিখ্যাত বইয়ের কবি এবং ১ম আলো পত্রিকার কর্মী সম্পাদক আনিসুল হক “লেখালেখির হাতেখড়ি” কোর্সটিতে ইন্সট্রাক্টর হিসেবে রয়েছেন। “লেখালেখির হাতেখড়ি” কোর্সে লেখক আনিসুল হক তাঁর অল্পসংখ্যক দশকের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদেরকে শেখাবেন কীভাবে লেখালেখি শুরু কর‍তে হয়, লেখালেখির কৌশল তার সাথে কবি হওয়ার জন্য দরকারী গাইডলাইন।

Ream More  Academic English Grammar Free Course by 10Minschool

কোর্সটির সাহায্যে আপনি লেখালেখি শুরু করার ব্যাপারে স্বচ্ছ ধারণা পাবেন। কীভাবে লিখতে হয় কেবলমাত্র একারণে নয়, আপনার সৃজনশীলতাকে আরও কার্যকর ও ঠিক উপায়ে লিখতে ও পাবলিশ করতেও শিখবেন “লেখালেখির হাতেখড়ি” কোর্সটিতে। একারণে আর লেট না করে লেখক হিসেবে ক্যারিয়ার গড়ার বেসিকস শিখতে এনরোল করুন সনামধন্য লেখক আনিসুল হকের “লেখালেখির হাতেখড়ি” কোর্সটিতে।

লেখালেখির হাতেখড়ি কোর্স ফ্রি ডাউনলোড

Anisul Hoque এর এই কোর্সটি ৮ টি ভিডিও ক্লাস নিয়ে করা হয়েছে এবং এই কোর্স টি শেষ করতে আপনার সময় লাগবে ২ ঘণ্টা। লেখালেখির হাতেখড়ি কোর্সটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। যার জন্য আপনাকে কোন পেমেন্ট করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *