Crafting for Kids Free Course By Nusrat Jahan

Posted on

শিশুদের সৃজনশীল চিন্তা এবং মেধা বিকাশের জন্য ক্রাফটিং খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে আপনার শিশু অরিগ্যামির জগতে পরিচয় হবে তাই এর জন্য আজই Crafting For Kids এর ফ্রি কোর্সটি এখনি Enroll করুন। কোর্সটিতে ২০ টি ভিডিও টিউটোরিয়াল এবং ৭ টি নোট পেয়ে যাবেন এবং কোর্সটি করতে আপনার সময় লাগবে ২ ঘণ্টা। Crafting For Kids Course  টি শেষ করার পর আপনি একটি সার্টিফিকেট ও পেয়ে যাবেন। কোর্সটি করতে আপনর প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার অথবা মোবাইলফোন এর । 

Crafting for Kids Free Course সম্পর্কে বিস্তারিত। 

শিশুদের উদ্ভাবনী ক্ষমতা তার সাথে কল্পনাশক্তি বাড়াতে ছোটবেলা থেকেই তাদের সবাইকে নানারকম সৃজনশীল কাজে যুক্ত করার জন্য হয়। ক্র্যাফটিং বা Crafting করা একরকম একটি সৃজনশীল চর্চা, যা আপনার সন্তানের সৃজনশীল চিন্তাকে বাড়াতে পারে কয়েকগুণ। আপনার শিশুর সৃজনশীলতা বিকাশ ও মানসিক সক্ষমতা বৃদ্ধির কথা মাথায় রেখে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে  “Crafting for Kids” কোর্স! কোর্সটিতে ২০ টি ভিডিও টিউটোরিয়াল এবং ৭ টি নোট পেয়ে যাবেন এবং কোর্সটি করতে আপনার সময় লাগবে ২ ঘণ্টা।  

কোর্সটি করে যা শিখবেন

  • কাগজ দিয়ে জিনিস বানানো, উদাহরণসরূপ কাগজের ফুলদানি, কাগজের পাখি, কাগজের ফুল, কাগজের খেলনা-সহ, খাম, কার্ড, কলমদানি, ফটোফ্রেম, বুকমার্ক, শপিং ব্যাগ, ইত্যাদি তৈরির পদ্ধতি।
  • কীভাবে রোজ মুল্যবান জিনিস প্রয়োগ করে ভালো ও আকর্ষনীয় ক্র্যাফট আইটেমস প্রস্তুত করা যায়।
  • কুইলিং, পেপার ক্র্যাফটিং এবং অরিগামি বশীভূত করার দ্রুত ও সরল নিয়ম।

এই কোর্সে ইন্সট্রাক্টর নুসরাত জাহান আপনার সন্তানকে শেখাবেন অল্প কয়েকটা কাগজের টুকরা দিয়ে কীভাবে নতুন নতুন কাগজের জিনিস বানানো যায়। এই কোর্সটিতে থাকতেছে কুইলিং এবং পেপার ক্র্যাফট আয়ত্ত করে কীভাবে নিত্য দরকারী জিনিসের সাহায্যেই আকর্ষনীয় ক্র্যাফট আইটেমস তৈরি করা যায়, তার স্টেপ বাই স্টেপ গাইড। আপনার সন্তানকে ক্র্যাফটিং শেখাবেন আমাদের দূরদর্শী ইন্সট্রাক্টর নুসরাত জাহান, যিনি কারুকাজে এক্সপার্ট এবং তার সাথে একজন সাকসেস ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর।

Ream More  Presentation & Public Speaking Free Course by Ayman Sadiq

Crafting For Kids Free Course টি আপনাকে কিভাবে সাহায্য করবে? 

  • একদম বেসিক থেকে শুরু করে অরিগামি পেপার ক্রাফট চর্চা করার একটি ফুলফিল গাইডলাইন পেয়ে যাবে। থাকবে কাগজের ফুলের ডিজাইন তৈরি, কাগজের কুসুম বানানো, কাগজের সৃষ্টি ফুলদানি -সহ এইরকম অনেক কিছু।
  • বিভিন্ন ধরনের ক্র্যাফটিং কিভাবে বানায় ও চর্চা সম্পর্কে স্তরে স্তরে জানতে পারবে।
  • Crafting for Kids কোর্সটি শেষে ১টি স্টাডি নোট পেয়ে যাবে, যা দেখে পরে নিজে নিজেই প্র‍্যাকটিস করার জন্য পারবে।

10min school crafting course

crafting course bangla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *