Email Writing Free Course By Ayman Sadiq

Posted on

Professional Email Writing Course Free By 10 MS

বর্তমান ডিজিটাল যুগে ইমেইল যোগাযোগ ব্যবস্থার জন্য একটি জনপ্রিয় মাধ্যম। ইমেইল এর মাধ্যেম আপনি যে কারো সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবেন নিমিশেই। তাই ইমেইল কি? ইমেইল কিভাবে করতে হবে এবং ইমেইল কিভাবে লেখতে হবে এই সকল বিষয় গুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। So এই বিষয় গুলো ভালো করে জানানোর অন্য 10 minute school online course এ আয়মাদ সাদিক নিয়ে এসেছে Email Writing free course ।বর্তমানে আপনি email writing course online অনেক পেয়ে যাবেন কিন্তু বাংলা কোর্স আপনি কোথাও পাবেন না। তাহলে আর দেড়ি না করে Email Writing কোর্স সম্পর্কে ভালো করে জেনে নেই।

Email Writing Free Course By Ayman Sadiq

ইমেইল রাইটিং ফ্রি কোর্স ইন্সট্রাক্টর পরিচিতি

Email Writing ফ্রি কোর্স এর ইন্সট্রাক্টর হিসেবে আছেন আমারদের সকল প্রিয় এবং সকলের পরিচিত আয়মান সাদিক যিনি ১০ মিনিট স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক। আয়মান সাদিক খুব প্রফেশনাল ভাবে এই free online course on email writing কোর্স টি পরিচালনা করেছে। যার মাধ্যেমে আপনি ইমেইল রাইটিং এর খুঁটিনাটি থেকে শুরু করে আপনার প্রফেশন জগতে কিভাবে ইমেইল রাইটিং করতে হবে এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

Professional email writing course free

আপনি যদি professional email writing course free খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক যায়গায় এসেছেন। এখানে আপনি প্রফেশনাল ইমেইল রাইটিং এর উপর ফ্রি কোর্স পেয়ে যাবেন এমন কি এই কোর্স টি শেষ করে আপনি একটি উচ্চ মানের সার্টিফিকেট ও পেয়ে যাবেন। এবং সাথে থাকবে email writing pdf download যা থেকে আপনি আর বিস্তারিত অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন।

Ream More  Student Hacks By Ayman Sadik and Sadman Sadik

Email writing course online

এই কোর্সের মধ্যে email writing এর বিভিন্ন ফরমেট শিখার পাশাপাশি আমরা যখন কোন ইমেইল লিখি এর মধ্যে অনেক ভুল হয়ে থাকে মূলত এই ভুল গুলো কিভাবে এড়ানো সম্ভব তা আমরা খুব ভালো করে জানতে পারবো ।

  • ইমেইল রাইটিং এর বিভিন্ন ধরনের ফরমেট।
  • ইমেইল রাইটিং এর ক্ষেত্রে যে সকল ভুল গুলো হয়ে থাকে এবং তা এড়ানোর উপায়।
  • সঠিক নিয়মে ইমেইল লেখার কৌশল।
  • ইমেইল রাইটিং এর সময় Salutation এবং Closing লেখার কৌশল

এই বিষয় গুলো সম্পর্কে আমরা খুব সহজেই এই কোর্সের মাধ্যেম জানতে পারবো।

Best Email writing course সম্পর্কে বিস্তারিত।

যেকোনো ক্ষেত্রে ইমেইল একটি ইমেইল একটি গুরুত্বপূর্ন যোগাযোগের মাধ্যেম হিসেবে পরিচিতি লাভ করেছে হোক সেটা পড়ালেখা বা হোক সেটা চাকরিস্থল । বর্তমানে না না কারণে নানান জনকে ইমেইল করতে হবে যেমনঃ বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে ইমেইল করা থেকে শুরু করে বৃত্তি, ফেলোশিপ, ইন্টার্নশিপসহ নানা কারণে ইমেইলে যোগাযোগের দরকার পড়ে। তাই ইমেইল লেখার সঠিক নিয়ম এবং ফরম্যাট জানা খুব জরুরি। তা সত্ত্বেও ইমেইল লেখার টাইমে নির্ভুল ফরম্যাট ও শব্দ খুঁজে না পাওয়ার কারণে ইমেইলের মূল উদ্দেশ্য ব্যহত থেকে পারে। ইমেইল লেখায় দক্ষ ও বহুদর্শী হওয়া সত্ত্বেও আপনি বিভিন্ন উদ্দেশ্যে ইমেইল লেখার সঠিক ফরম্যাট নিয়ে ঝামেলার মুখোমুখি হতে পারেন। এসব ঝামেলার সমাধান এর জন্যই আছে ১০ মিনিট স্কুল এর ফ্রি ’Email Writing’ কোর্সটি।

এই ইমেইল রাইটিং কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেন আপনার ইমেইল জনিত সকল দরকার এবং সমস্যা গুলোর সমাধান হয়ে যায়। সঠিক শব্দ ব্যবহার করা হতে শুরু করে ইমেইলেরউদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ফরম্যাটে মেসেজ পৌঁছে দেওয়া- সবই বিদ্যমান এই ’Email Writing Course-এ। তাই আর লেট না করে এখনই এনরোল করুন এবং ইমেইল লেখায় স্কিলফুল হয়ে উঠুন বিনামূল্যে।

Ream More  CV Writing & Interview Free Course By Ayman Sadiq

Email Writer free course করে যা যা শিখবেন।

  • সঠিক ফরম্যাটে কিভাবে ইমেইল লিখবেন।
  • ইমেইল এর মধ্যে কি রককম ভাবে কমিনিউকেশন করতে হবে।
  • একটি ইমেইল প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে সাজাতে হবে।

Professional email writing course pdf

১০ মিনিট স্কুল এর ইমেইল রাইটিং কোর্সটি ১৪ টি ভিডিও এবং ৭ সেট কুইজ নিয়ে সাজানো হয়েছে এই ফ্রি কোর্সটি। কোর্সটির প্রিভিয়াস ফি ছিল ২৫০০ টাকা কিন্তু আপনারা বর্তমানে এই কোর্সটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তে। এবং কোর্স শেষে পেয়ে যাবেন একটি সার্টিফিকেট। তাই আর দেড়ি না এখনই Email Writing course Free Download করে নিন।


email writing training course outline
free online email writing tool
best email writing course
email writing course linkedin
learn how to write email
email writing google course

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *