Corporate Etiquette Free Course By 10 MS

Posted on

Business Etiquette and Professionalism Course Bangla

আপনি কি কর্পোরেট কোন চাকরিতে প্রথম জয়েন করেছেন? বুঝতে পারছেন না কার সাথে কেমন আচার আচরণ অথবা কর্পোরেট লাইফের আচার ব্যবহার আপনি আর বেশি উন্নত করতে চাচ্ছেন? তাহলে 10 Minute School এর Corporate Etiquette Free Course টি আপনার জন্য। এই কোর্সটি করার মাধ্যেমে আপনি কর্পোরেট লাইফের সফলতার একধাপ এগিয়ে যাবেন। কেনোনা এই কোর্সের মাধ্যেমে আপনি শিখতে পারবেন একজন সফল কর্পোরেট কর্মকর্তা তার আচার আচরণ, ব্যবহার এবং মনোভাব কিরূপ হওয়া প্রয়োজন। এই সব ধরনের শিষ্টাচার এবং কর্মক্ষত্রের সফলতার খুঁটিনাটি গাইডলাইন রয়েছে এই ফ্রি কোর্সের মধ্যে। চলুন দেড়ি না করে এখনই জেনেই এই কোর্স সম্পর্কে বিস্তারিত।

Corporate Etiquette Free Course By 10 MS

কোর্সের ইন্সট্রাক্টর পরিচিতি

Corporate Etiquette Free Course এর ইন্সট্রাক্টর হিসেবে আছেন আমাদের সকলের পরিচিত ১০ মিনিট স্কুল এর প্রতিষ্ঠাতা Ayman Sadiq এবং Sadman Sadiq। যারা এই ফ্রি কোর্সটি কে অনেক উচ্চ-পর্যায়ে নিয়েছে।

Corporate Etiquette Free Course যা যা শিখবেন।

  • কর্মক্ষেত্রে সফলতার জন্য যা যা করনীয় ।
  • কিভাবে ইন্টার্ভিউ অফিসে এবং ক্লাইন্টেদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখতে হবে।
  • অফিসে Corporate Etiquette, EQ এবং IQ এর প্রয়োজনীয়তা।
  • এবং কিভাবে আপনার প্রফেশনালিজম বজায় রাখতে হবে।

Corporate Etiquette Free Course সম্পর্কে বিস্তারিত

যেকোনো কর্মক্ষেত্রে আপনার প্রফেশনালিজম নির্ভর করে আপনার আচার-আচরণ, ব্যবহার ও মনোভাবের ওপর। যেকোনো কর্মক্ষেত্রে নিজেকে আলাদা কর ফুটিয়ে তুলতে অবশ্যই আপনার শিষ্টাচার মেনে চলতে হবে। তাছাড়া আপনি চাকরির প্রার্থি হোন অথবা আপনি প্রোমোশন প্রার্থী হোন আপনকে Corporate Etiquette সবসময় বজায় রাখতে হবে। কর্পোরেট লাইফে আপনি আপনার শিষ্টাচার কিভাবে বজায় রাখবেন এবং কর্পোরেট লাইফে আপনি যদি অন্যান্যদের থেকে নিজেকে আলাদা করতে চান এই সকল স্কিল গুলো নিজের আওতায় আনার জন্যই ১০ মিনিট স্কুল এনেছে Corporate Etiquette Free Course।

Ream More  কোরআন বোঝার হাতেখড়ি Banlga Course By Muhammad Muhsin Mashkur

কর্পোরেট ভদ্রতা বা Corporate Etiquette বেশ তাৎপর্যপূর্ণ একটা বিষয়। এর কারণ হল একটা ছোট ত্রুটির কারণেই আপনার প্রতি উর্ধতন কর্মকর্তারা বিরক্ত হয়ে যেতে পারেন। একারণে এই বিষয় মাথায় রেখেই টেন মিনিট স্কুল আপনাদের জন্য নিয়ে এসেছে “Corporate Etiquette” কোর্স। এই “Corporate Etiquette” কোর্সে আপনি জানতে পারবেন কীভাবে কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্বের পাশাপাশি সহকর্মীদের সাথে ভলো ব্যবহার, উর্ধ্বতন অফিসারদের প্রতি শ্রদ্ধাশীলতা মানুষকে পেশাদার করে তোলে। তাই বিলম্ব না করে ‘Corporate Etiquette’ কোর্সটি করে ফেলুন এখনই।

Corporate Etiquette Free Course যা যা থাকবে

  • নিজের ব্যাক্তিগত তথ্য নিরাপদে রাখার বেশ কয়েকটি উপায়।
  • ক্লাউড স্টোরেজ কিভাবে ব্যবহার করবেন।
  • যে কারো সাথে কিভাবে কমিনিউকেশন শুরু করবেন এবং প্রফেশনালি কথোপকথন চালিয়ে যাবেন।
  • অফিসিয়ালি কিভাবে ইমেইল এবং ফোন কলে কথা বলতে হবে।
  • কিয়াভবে কাউকে সম্বোধন করতে হবে।
  • ইমোশনাল ইন্টেলিজেন্সের খুঁটিনাটি৷

Corporate Etiquette Free Course Download

Corporate Etiquette Free Course টোটাল ১৬ টি ভিডিও ক্লাস নিয়ে করা হয়েছে এবং এই কোর্স টি শেষ করতে আপনার সময় লাগবে ১ ঘণ্টা। এই কোর্সটির মূল্য ছিল ২৫০০ টাকা কিন্তু বর্তমানে এই কোর্সটি আপনি সম্পূর্ন বিনামূল্য দেখতে এবং ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *