English Grammar Fundamentals Free Course By Ayman Sadiq

Posted on

Free English Grammar Course with Certificate

আপনি যদি যেকোনো বিষয়ে পক্ব হতে চান তাহলে আপনেক একদম গোরা থেকেই শুরু করতে হবে। ইংরেজি গ্রামার ও ঠিক সেই রকম। ইংরেজি গ্রামার সম্পর্কে জাহাজ হতে চাই অবশ্যই আপনাকে ইংরেজি গ্রামার এর গোরা থেকেই শুরু করতে হবে। ঠিক এই কারণেই 10 Minute School নিয়ে এসেছে ইংরেজি গ্রামার এর বেসিক কোর্স। কোর্স শেষ করলে আপনাকে দেওয়া হবে একটি প্রফেশনাল মানের সার্টিফিকেট। তাহলে চলুন দেড়ি না করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

English Grammar Fundamentals কোর্স এর ইন্সট্রাক্টর পরিচিতি

English Grammar Fundamentals কোর্স টি করাবেন আমাদের সকলের প্রিয় আয়মান সাদিক ভাই। Ayman Sadiq Free Course বান্ডেল এর মধ্যে এই কোর্স টি অন্যতম। এই কোর্স এর মধ্যে শুধু মাত্র ইংরেজি গ্রামার এর ব্যাসিক নিয়ে আলোচনা করেছেন তিনি।

English Grammar Fundamentals course করে যা শিখবেন

যেহেতু আগেই বলা হয়েছে যে এই কোর্স এর মধ্যে শুধু মাত্র ব্যাসিক নিয়ে আলোচনা করা হয়েছে এই কোর্স এর মধ্যে আলোচনা করা হবে Prepositions, modifiers, parallelism, redundancy সহ গুরুত্বপূর্ণ গ্রামার রুলস সহ।

  • গ্রামার এর বিশেষ কিছু রুলস নিয়ে ক্লাস ।
  • ইংরেজি গ্রামার এর নিয়মের সঠিক ব্যাবহার।
  • Preposition, Pronoun, Comparison, Parallelism ইত্যাদি এর বিস্তারিত ব্যাখ্যা।
  • Preposition, Pronoun, Comparison, Subject Verb Agreement এর মতো বৃহৎ বিষয়গুলো নিয়ে বিস্তারতিত আলোচনা।

English Grammar Free Course সম্পর্কে বিস্তারিত

আমরা অনেকেই ইংরেজি পড়তে, লিখতে বা বলতে জানতে পারলে আমরা ইংরেজি গ্রামার এর বেলায় প্রচুর হিমশিম খাই। এর মূলত একটিই কারণ সেটা হচ্ছে আমাদের ইংরেজি গ্রামার এর ব্যাসিক খুব দুর্বল। ইংরেজি না জানলে শিক্ষাজীবন ও চাকরিজীবন- দুটোতেই ইংরেজি যোগাযোগ বেশ কঠিন হয়ে দাঁড়ায়। যেমন একটা বাড়ি তৈরির আগে উদাহরণ সরূপ অটুট ফাউন্ডেশন নিশ্চিত যেমন জরুরি, তেমনি ইংলিশ ভাষা ভালোমতো রপ্ত করার আগেও বেসিকটা ঠিক করে নিতে হবে।

Ream More  Academic English Grammar Free Course by 10Minschool

আপনার ইংরেজি গ্রামারের ভিত মজবুত করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ফ্রি অনলাইন কোর্স “English Grammar Fundamentals” এই কোর্সের মাধ্যমে আপনি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের নিকট গ্রামারের বেসিক, যেমন: Preposition, Sentence, Conditional Sentence, Appositive, Count and Noncount Nouns, Adjective, Gerund, Tense, Subject Verb Agreement, Comparison, Modifiers, Parallelism, Redundancy ইত্যাদি শিখতে পারবেন। এই গ্রামার রুলগুলো আপনাকে ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষা হতে আরম্ভ করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহযোগিতা করবে। তাই দেড়ি না করে এখনই 10 minute school এর Free English Grammar Fundamentals course টি ইনরোল করুন সম্পূর্ন বিনামূল্য এবং কোর্সটি শেষ করে তো একটি সার্টিফিকেট থাকছেই।

আয়মান সাদিক এর English Grammar Fundamentals কোর্সটির মূল্য ছিল ৯৫০ টাকা কিন্তু ছাত্রদের সুবিধার জন্য আয়মান সাদিক ভাইয়া এই কোর্সটি সম্পুর্ন ফ্রি করে দিয়েছে। এই English Grammar Fundamentals কোর্সটি তে আছে ৫৭ টি ভিডিও ক্লাস এবং এই কোর্সটি শেষ করতে আপনার সময় লাগবে মাত্র ১ ঘণ্টা তাই আর দেড়ি না করে উপড়ে দেওয়া ডাউনলোড বাটন থেকে কোর্সটি এখনই করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *